এক ঢিলে দুই পাখি মারলেন রুক্মিণী! - FILMY NETWORK
দেব এবং রুক্মিণী মৈত্র। তাদের অনস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শক মনে। অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে রয়েছে গুঞ্জন। দেব এবং রুক্মিণীর ভালোবাসা টলিপাড়ার 'ওপেন সিক্রেট'। নিজেদের মুখে শিলমোহর দেননি তাদের সম্পর্কের।
তবে দিন কয়েক আগে দেবের প্রতি ভালোবাসা প্রকাশ্যে ব্যক্ত করেছিলেন রুক্মিণী। দেবকে টুইট করে বলেন, '...আমি তোমাকে ভালোবাসি।' প্রথমে সকলে সেই টুইটকে ব্যক্তিগত আবেগ প্রকাশ ভাবলেও, পরে উঠে আসে অন্য একটি কারণ।
আগামী জুনে এই জুটি অভিনীত 'কিডন্যাপ' ছবি মুক্তি পাবে। জিৎ গাঙ্গুলীর সুরে সেই ছবির একটি গান সদ্য মুক্তি পেয়েছে। যার নাম 'আমি তোমাকে ভালোবাসি' অনেকে তাই মনে করছেন, এই গানের প্রচারের জন্যই দেবকে আমি তোমাকে ভালবাসি টুইট করেছিলেন রুক্মিণী। আবার অনেকে মনে করছেন, গানের প্রচারের পাশাপাশি আসলে সূক্ষ্মভাবে বুদ্ধিমত্তার সঙ্গে প্রকাশ্যে দেবকে ভালোবাসা নিবেদন করেছেন তিনি। কথায় আছে না, 'এক ঢিলে দুই পাখি মারা'! সেটাই করেছেন রুক্মিণী।
তবে কারণটা যাই হোক ইতিমধ্যে ইউটিউবে ঝড় তুলেছে 'আমি তোমাকে ভালোবাসি' গানটি।
No comments