রিল নয়, আজ রিয়েল লাইফে বিয়ের কনে অভিনেত্রী নবনীতা
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলা টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস। না রিল নয়, আজ রিয়েল লাইফে বিয়ের কনে তিনি। পাত্র একজন অভিনেতা। তিনিও টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর নাম জিতু কমল।
'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে বর্তমানে উভয়েই অভিনয় করছেন। নবনীতা 'মা তারা' এবং জিতু 'ছোট রাজকুমার'-এর চরিত্রে। তবে জিতু-নবনীতার প্রথম আলাপ হয় ২০১৮ তে 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে। প্রথমে বন্ধুত্ব ও ক্রমে ক্রমে সম্পর্ক গাঢ় হয়। তারপর আর দেরী করেননি তারা। উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।
আজ চার হাত এক হতে চলেছে দুজনের পারিবারিক সম্মতিতে। নবনীতা দাস এবং জিতু কমল আবদ্ধ হতে চলেছেন বিয়ের বন্ধনে। শুভেচ্ছা জানাচ্ছে সহকর্মী থেকে অনুরাগীরা।
No comments