Breaking News

মিমের উচিৎ জবাব দিলেন কমলেশ্বর - Filmy Network



এখনকার দিনে সোশ্যাল মিডিয়া সব থেকে বড় গণ মাধ্যম । এখানে মানুষ তাদের মতামত ব্যক্ত করেন । তবে কিছু মানুষ মজার মিম তৈরি করছেন । কিন্তু তারা এই মিম কে মজার করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন তা মারাত্মক । এমন এক মিমের জবাব দিলেন পরিচালক কমলেশ্ব ।
যেখানে দেখা যাচ্ছে পরিচালক কমলেশ্ব বলছেন 'দেবকে নিয়ে আমি আফ্রিকার আমাজনে শুটিং করে এলাম'
আরও দেখুনঃ-  হচ্ছে রিমেক...বাংলার 'কন্ঠ' এবার মালয়ালীতে
সৃজিত বলছেন 'আমি কাকাবাবুকে সুইজারল্যান্ড ঘুরিয়ে দিলাম'
তার নিচে সত্যজিৎ বলছেন 'আমাকে ফেলুদাকে নিয়ে কোনোদিন দেশের বাইরে শুটিং করতে যেতে হইনি ... শুধু পুরস্কারগুলো আনতে বিদেশ যেতে হত।'

                   
 এই মিমে উত্তরে কমলেশ্বর ফেসবুকে লিখেছেন "কাউকে বড়ো দেখাতে গিয়ে কউকে ছোটো করাটা কি আবশ্যক? সত্যজিৎ রায় আমাদের ছবি দেখার চোখ ফুটিয়েছেন । তাই অপমানিত  হয়েও আমি গর্বিত-হীনমন্যতায় ভুগছি না।"
পরিচালকের এই বক্তব্য উচিৎ । যুগ বদলেছে। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু সত্যজিতের মাপের একজন পরিচালকের সঙ্গে যে কোনও তুলনা গর্বের। তাই ‘অপমানিত হয়েও গর্বিত’ তিনি ।

No comments