ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলের শিকার শ্রাবন্তী ...পাশে টলিউড - Filmy Network
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার টলিউডের সুন্দরী মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘটনার সূত্রপাত এই নায়িকার তৃতীয় বার বিয়ে। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে শ্রাবন্তীকে নিয়ে তৈরি মিম। হোয়াটসঅ্যাপেও চলছে সেই সব মিমের ব্যাপক শেয়ার। তবে গোটা বিষয়টি নিয়ে শ্রাবন্তী কিছু না বললেও তাঁঁর পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন টলিউডের অনেকেই।
শ্রাবন্তীকে নিয়ে এত ট্রোল হওয়া মুখ খুলেছেন তার প্রথম প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। তিনি বলেছেন, এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রত্যেকের নিজের খুশি থাকাটা নিজের কাছে। যদি কেউ নিজের মনের মানুষ খুঁজে পান, তাহলে তাঁঁদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এরজন্য ট্রোল করাটা বোকা বোকা।
এই ব্যাপার নিয়ে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ''আমি ক'বার বিয়ে করবো, সেটা আমার ব্যাপার| একেবারেই আমার সিদ্ধান্ত | যতবার অসুখী হবো,ততবার আবার সুখী হবার স্বপ্ন দেখবো | দেখবোই | পাকা সিদ্ধান্ত নেবার আগে বাবা-মার মতামত অবশ্যই নেবো | এখন অবশ্য শুধু মার | মেয়ে বড় হবার পর করলে মেয়ের মতামত ও নেবো | দিদির সঙ্গে ও একবার আলোচনা করে নিতে পারি | আর হ্যাঁ | কঠিন সময়ে যে দুএকজন বন্ধুকে পাশে পাবো, খুশীর খবর আগে তাদেরই জানাবো , খুশীর সময়ে শুধু তাদের ই ডাকবো | ব্যাস্ | আর কারো মতামত নেবার প্রয়োজন নেই | জাস্ট্ নেই | কেউ আগ বাড়িয়ে মতামত দিতে এলে নেবোনা | শ্রাবন্তীরও নেবার কোন প্রয়োজন দেখি না | "
শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর তিনিও বেশ ট্রোলড্ হয়েছেন। " অভিনেত্রী বলেই হয়তো এগুলো সহ্য করতে হচ্ছে ওকে। কারো ব্যক্তিগত জীবন নিয়ে এই নোংরামো এবার বন্ধ হোক। পর্দার আড়াল থেকে যা খুশি বলা খুব সোজা।", বলেছেন শ্রাবন্তীর বন্ধু অভিনেত্রী মিমি।
ব্যক্তিগত জীবন নিয়ে শ্রাবন্তীকে ট্রোল করায় অবাক টলিউডের আরেক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রীর বক্তব্য, ‘‘শ্রাবন্তীর জন্য আমার অনেক শুভেচ্ছা। ও যেটা ভাল মনে করেছে, সেটা করেছে। অনেক মানুষই একাধিক বার বিয়ে করেছেন। কিন্তু শুধু নায়িকা বলেই হয়তো শ্রাবন্তীকে জাজ করা হচ্ছে, ট্রোল করা হচ্ছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কেন হবে?’’
তারকাদের সমস্ত ব্যাপার নিয়েই চলে চর্চা। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন বদচর্চাতেই আপত্তি টলিউডের একাংশের।
No comments