শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা - FILMY NETWORK
শুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পরিচালক বিরশা দাশগুপ্তের ছবি 'বিবাহ অভিযান' -এ একটি দৌড়ের দৃশ্যের শুটিং চলছিল। সেই দৃশ্য শুটের সময় আচমকা পড়ে যান প্রিয়াঙ্কা। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । তারপর জানা যায় প্রিয়াঙ্কার হাঁটুর হাড়ে চিড় ধরেছে। চিকিৎসকেরা ওষুধের পাশাপাশি পুরো বিশ্রাম নিতে বলেছেন তাকে।
আকস্মিক এই দুর্ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেছেন, "দৌড়ানোর শট ছিল। পড়ে গেলাম। তারপরই এসব হলো। আপাতত বাড়িতে। কিন্তু আমি তো এক জায়গায় বসে থাকতেই পারিনা। অথচ ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। ওষুধও চলছে। ডিপ্রেশন লাগছে বাড়িতে থেকে। শুটিং চলছিল, সামনে শো ছিল। সব ক্যানসেল করতে হলো। তবে সহজের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি। ওর নতুন স্কুল শুরু হয়েছে। ফলে ওকে সময় দিতে পারছি অনেকটা।"
আপাতত প্রিয়াঙ্কার সুস্থতার অপেক্ষায় টিম 'বিবাহ অভিযান' ও তার ফ্যানেরা ।
No comments