Breaking News

দেখুন 'কিডন্যাপ' ছবির গান 'ওই ডাকছে আকাশ' - Filmy Network



     দ্য মুক্তি পেয়েছে পরিচালক রাজা চন্দ-র নতুন ছবি 'কিডন্যাপ'-এর গান। গানটির নাম হল "ওই ডাকছে আকাশ।" গান লিখেছেন খোদ পরিচালক রাজা চন্দ নিজে। সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং পবনদীপ রোমান্টিক এই গানটি গেয়েছেন। বাবা যাদব গানটির কোরিওগ্রাফ করেছেন।

     ধু ধু মরুভূমির বালিয়াড়ি, পাহাড়ি উপত্যকার অসাধারণ সব জায়গায় শুটিং হয়েছে গানটির। 'ওই ডাকছে আকাশ' গানটিতে রোমান্স করতে দেখা যাবে অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী -কে।

     সুরিন্দর ফিল্মস্  প্রযোজিত 'কিডন্যাপ' এবছর ঈদে মুক্তি পেতে চলেছে।


এখনি দেখে নিন 'ওই ডাকছে আকাশ' গানটিঃঃ


No comments