Breaking News

স্মোকিং হট রাইমা - FILMY NETWORK


     লিউডের বোল্ড এবং হট অভিনেত্রীদের  মধ্যে রাইমা সেন অন্যতম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেন্সেশনাল এই অভিনেত্রীর সাহসী কিছু ছবি। সেই ফটোশুটের রাইমাকে দেখা যাচ্ছে একদমই স্বল্প প্রকাশে বোল্ড অবতারে সিগারেট নিয়ে আয়েশী ভঙ্গিতে। গভীর বিভাজিকা, উন্মুক্ত পা ও শরীর আরো উষ্ণ করে তুলেছে রাইমাকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী রাইমা লিখেছেন, "নো স্মোকিং"। যদিও সাবধান বাণী থাকা সত্বেও  ঘায়েল সাইবার বাসীরা। কারণটা অবশ্য ধূমপান নয়; কারনটা হল রাইমার উষ্ণ শরীরি আবেদন। সাদা কালো ছবিতে রাইমাকে দেখে তাদের মন হয়ে উঠেছে রঙিন।

01/03
02/03
03/03

No comments