Breaking News

বিবাহ অভিযানে না... সিনেমা ছাড়লেন মিমি - FILMY NETWORK


     এবছর জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন। নির্বাচনের বেশি দেরি নেই। জোরকদমে শুরু হয়ে গেছে প্রচার। ভীষণই ব্যস্ত মিমি। হাতে সময় নেই বললেই চলে। তাই তিনি পরিচালক বিরসা দাশগুপ্তের ছবিতে অভিনয় করবেন না।

      বিরসার পরের ছবির নাম 'বিবাহ অভিযান'। এই মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিটির মুখ্য একটি চরিত্রে অভিনেতা অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয়ের কথা ছিল অভিনেত্রী মিমির। কিন্তু তিনি ভোটের ব্যস্ততার কারণে ছবিটি করবেন না বলে জানিয়েছেন।
    টুইটারে একথা ঘোষণা করে মিমি লিখেছেন, '' আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা হওয়ার পর ছবিটা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে ছবির শুটিং অসুবিধা সৃষ্টি না করে সাম্প্রতিক দায়বদ্ধতা কে সম্মান জানানোটাই আমার উচিত মনে হয়েছে। বিবাহ অভিযান এর সম্পূর্ণ টিমকে আমার শুভেচ্ছা জানাই।"


No comments