পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'জ্যেষ্ঠপুত্র'-র টিজার পোস্টার প্রকাশ্যে এলো। ছবির চিত্রনাট্য ও সংলাপ কৌশিক গঙ্গোপাধ্যায়ের লেখা হলেও মূল ভাবনায় রয়েছে ঋতুপর্ণ ঘোষের 'অন্য নায়ক' ছবি। ওই ছবিটি নিয়ে কথা হলেও ছবিটি বানাতে পারেননি ঋতুপর্ণ। ছবিটি বানানোর আগেই পরলোকগমন করেন তিনি। ঋতুপর্ণের খসরার উপর ভিত্তি করে লেখা 'জ্যেষ্ঠপুত্র' ছবির চিত্রনাট্যে। দুই ভাইকে নিয়ে এই ছবি। যেখানে জ্যেষ্ঠপুত্র একজন সেলিব্রিটি এবং কনিষ্ট এক সাধারণ মানুষ। সেখানে জ্যেষ্ঠপুত্র চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কনিষ্ঠপুত্র চরিত্রে ঋত্বিক চক্রবর্তী থাকছেন।
|
'জ্যেষ্ঠপুত্র'-র টিজার পোস্টার |
উল্লেখ্য, ঋতুপর্ণ যখন ছবিটির কথা ভেবেছিলেন তখন তিনি মূল চরিত্রে প্রসেনজিৎকেই ভেবেছিলেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি জ্যেষ্ঠপুত্র ২৬শে এপ্রিল মুক্তি পাচ্ছে।
No comments