সাবধান আসছে 'কিডন্যাপ' - দেখুন টিজারটি
আজকাল যা ঘটছে কিছুই বলা যায় না। সাবধান আপনি ও কিন্তু কিডন্যাপ হতে পারেন। এই কিডন্যাপ কাহিনী নিয়েই ফিরছেন পরিচালক রাজা চন্দ । তাঁর পরবর্তী সিনেমা নাম হল “কিডন্যাপ” । সদ্য মুক্তি পেয়েছে এই ছবির প্রথম লুক ও টিজার । এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দেব ও রুক্মিণী । আবারও এই রিয়্যাল লাইফ জুটি এক সঙ্গে । এটি একটি রোম্যানটিক অ্যাকশনে ভরপুর ছবি । এছাড়াও এই ছবিতে রয়েছেন চন্দন সেন, শ্রীপর্ণা রায়, অসীম রায়চৌধুরী ।
ছবির টিজারটি দারুন। এখানে হিরো দীপ একজন ডিজে, থাকে মালোয়েশিয়ায়। আর নায়িকা মেঘনা চিত্র সাংবাদিক। মালয়েশিয়ার একটি পাবে তাদের প্রথম দেখা হয়। সেখানে কিছু অনৈতিক কার্যকলাপ চলছিল। তার বেশকিছু ছবি তোলে মেঘনা। তারপর থেকেই অপহরণকারীদের টার্গেটে পড়ে যায় মেঘনা। সেখান থেকে তাকে উদ্ধার করে দীপ। এরপর তারা একে অপরের প্রেমে পড়ে। এরপর কি হয়েছিল জানতে হলে সিনেমাটি মুক্তির অপেক্ষা করতে হবে ।
দেখুন টিজারটি :
No comments