কলকাতার সাউথ সিটি মলে বুধবার পরিচালক কৌশিক গাঙ্গুলির 'জ্যেষ্ঠপুত্র' ছবির ট্রেলার প্রকাশ হয়ে গেল। এই অনুষ্ঠানে ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, দুই অভিনেত্রী বোন বিদীপ্তা ও সুদীপ্তা চক্রবর্তী, সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দোপাধ্যায় । এছাড়া উপস্থিত ছিলেন 'ভায়োলিন ব্রাদার্স' নামে খ্যাত জ্যোতি শংকর ও দেব শংকর। এই অনুষ্ঠানে তারা ভায়োলিন পারফর্ম করেন। প্রসঙ্গত, ছবির মুখ্য ভূমিকায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী থাকলেও; তিনি উপস্থিত ছিলেন না এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।
এখনি দেখে নিন 'জ্যেষ্ঠপুত্র' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মুহূর্তগুলিঃঃ
|
01/06 |
|
02/06 |
|
03/06 |
|
04/06 |
|
05/06 |
|
06/06 |
No comments