Breaking News

শিবপ্রসাদ ও নন্দিতার ছবিতে প্রথমবার অভিনেত্রী পাওলি ও জয়া একসঙ্গে - Filmy Network



     পাওলি দাম ও জয়া আহসান - এপার ও ওপার বাংলার দুই প্রতিভা সম্পন্ন জনপ্রিয় অভিনেত্রী। দুজনেই বহু কাজ করেছেন একে অপরের ইন্ডাস্ট্রিতে। তবে নন্দিত এই দুই অভিনেত্রীকে একসঙ্গে কখনো কোন ছবিতে  দেখা যায়নি। সেই অপেক্ষাটা এবার শেষ হতে চলেছে এই দুই অভিনেত্রীর ভক্তদের। 

     এবার অভিনেত্রী পাওলি দাম ও জয়া আহসান একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন। সৌজন্যে টলিউডের জনপ্রিয় পরিচালক দুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়-এর ছবি 'কন্ঠ'। এই দুই পরিচালকদের সঙ্গে অভিনেত্রী জয়ার মতো পাওলি দামেরও এটিই প্রথম কাজ। ছবিতে শিবপ্রসাদ একজন রেডিও জকি। অভিনেত্রী পাওলি দামকে দেখা যাবে শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায়। আর একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়াকে।

First Look of 'KONTTHO'

      পাওলি ও জয়া উভয়েই 'কণ্ঠ' নিয়ে আশাবাদী। আগামী ১০ই মে 'কন্ঠ'-র শুভমুক্তি হতে চলেছে।

No comments