Breaking News

বৈশাখে ঝড় অভিনেত্রী ফারিয়ার জীবনে - Filmy Network



     ববর্ষ চলে এলো। আর নববর্ষের প্রথম দিন সকলেই কাটাতে চান তার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে। কিন্তু এই নববর্ষের সেটা হয়তো হচ্ছে না ফারিয়ার। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ভীষণই বিরশা দাশগুপ্তের ছবি 'বিবাহ অভিযান' নিয়ে। শুটিংয়ের জন্য তিনি এখন কলকাতায়। জোরকদমে চলছে শুটিং। ২৬শে এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকার কথা। তবে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে দেশে ফিরছেন তিনি। না, নববর্ষ উদযাপন করতে নয়; বাংলাদেশে ফিরছেন একটি স্টেজ শো তে অংশ নিতে। সেটা শেষ করেই আবার কলকাতায় ফিরে যাবেন। কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য দিল্লি গিয়েছিলেন। 

Actress Nusraat Faria

শুটিং-শো-অনুষ্ঠানে জন্য এদিক থেকে ওদিক এবং ওদিক থেকে দিক করতে হচ্ছে ফারিয়াকে। সবকিছু মিলিয়ে যেন একটা ঝড় চলছে তার। তবে এই কাজের এই ব্যস্ততা ঝড়কে নিয়ে খুশি অভিনেত্রী নুসরাত ফারিয়া।

No comments