Breaking News

দেখুন মিমির গাওয়া প্রথম গান 'কেন যে তোকে' - FILMY NETWORK


     সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের প্লেব্যাক বর্তমানে একটি ট্রেন্ড। বলিউড এই ঘটনা হামেশাই ঘটছে ।টলিউডও পিছিয়ে নেই এব্যাপারে। অভিনেতা দেব ও জিৎ এই ট্রেন্ডে আগেই নাম লিখিয়েছেন। এবার সেই ট্রেন্ডে পা মেলালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তের সঙ্গে মিমির আসন্ন ছবির নাম 'মন জানে না'। ছবির গান দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এই ছবিতেই নায়িকা মিমি অবতীর্ণ হয়েছেন গায়িকা মিমির  ভূমিকায়।

     ছবির গান 'কেন যে তোকে' ইতিমধ্যেই সুপারহিট। দাব্বু ঘোষাল রচিত এই গানটি গেয়েছেন রাজ বর্মন। এবার ওই গানটির ফিমেল রিপ্রাইসড ভার্সন গাইলেন মিমি চক্রবর্তী। মিমির গাওয়া এই গানটির নাম দেওয়া হয়েছে 'কেন যে তোকে রিপ্রাইস'। এসভিএফ মিউজিক গানটির ভিডিও প্রকাশ করেছে যাতে মিমি রয়েছে। মিমির ওই গানটি প্রকাশ পাওয়ার পর ছবির সহঅভিনেতা যশ দাশগুপ্তসহ টলিউডের অন্যান্য সকলে গায়িকা মিমির প্রশংসা করেছেন। প্রথমে নার্ভাস থাকলেও এই গান গাওয়া ব্যাপারটা এখনও বেশ উপভোগ করছেন মিমি।

 এখনই শুনে নিন 'কেন যে তোকে রিপ্রাইসড' ভার্সনটি ঃ

1 comment: