Breaking News

অভিনেত্রী ঋতাভরীর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় - Filmy Network

     

     অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয়। স্বাস্থ্য সচেতন ঋতাভরীর দৈহিক সৌন্দর্য ঈর্ষণীয়। দিন দিন বেড়েই চলেছে তার ফ্যানের সংখ্যা। টলিউড -বলিউডে  কাজ করা এই অভিনেত্রী মাঝে মাঝেই খবরে আসেন তার সাহসী ছবির জন্য। ঋতাভরী ভ্রমন করতে খুবই ভালোবাসেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে। সেখানের সমুদ্র বিচে তোলা তার একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তার ফ্যানেরা সাথে সাথে ভাইরাল করে তোলে ছবিটি।



A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

No comments