Breaking News

অভিনেত্রী মিমি এবার গায়িকা - FILMY NETWORK



     কিছুদিনের মধ্যেই এই হোলিতে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি 'মন জানে না' । শ্রী ভেঙ্কটেশ ফিল্মস  প্রযোজিত ছবিটিতে অভিনেতা যশ দাশগুপ্ত থাকছেন মিমির বিপরীতে। এই ছবিতেই প্রথম বার গান গাইতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে। ছবির গান 'কেন যে তোকে' ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে। আর এই গানটিরই রিপ্রাইস্ড ভার্সনে গলা দিবেন অভিনেত্রী মিমি।

Mimi Chakraborty

গান করার বিষয়টি নিয়ে মিমি যেমন উত্তেজিত তেমনি নার্ভাসও। এই প্রসঙ্গে মিমি জানিয়েছেন যে, 'গান গাইতে ভালোবাসি বলে এখন ব্যাপারটা বেশ উপভোগ করছি।'

No comments