অভিনেত্রী মিমি এবার গায়িকা - FILMY NETWORK
কিছুদিনের মধ্যেই এই হোলিতে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি 'মন জানে না' । শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটিতে অভিনেতা যশ দাশগুপ্ত থাকছেন মিমির বিপরীতে। এই ছবিতেই প্রথম বার গান গাইতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে। ছবির গান 'কেন যে তোকে' ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে। আর এই গানটিরই রিপ্রাইস্ড ভার্সনে গলা দিবেন অভিনেত্রী মিমি।
Mimi Chakraborty |
গান করার বিষয়টি নিয়ে মিমি যেমন উত্তেজিত তেমনি নার্ভাসও। এই প্রসঙ্গে মিমি জানিয়েছেন যে, 'গান গাইতে ভালোবাসি বলে এখন ব্যাপারটা বেশ উপভোগ করছি।'
No comments