নতুন বছরে শ্রাবন্তীর জীবনে নুতন প্রেম ! কে এই নায়ক ? জানুন
এখন টলিপাড়ার সব থেকে আলোচিত বিষয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম। আবারও তিনি নতুন করে প্রেমে পরেছেন । এই নিয়ে তৃতীয় বার ।
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে তার বিবাহ হয় খুব অল্প বয়সে। এই পক্ষের একটি ছেলে আছে । পরে শ্রাবন্তী ২০১৬ সালে মডেল কৃষান ভিরাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । তবে তার সাথে ঠিক বনিবনা না হবার জন্য এই বছর গত ১৫ই জানুয়ারি তাদের আইন মতে বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হয়েছে শুধু মাত্র হাতে গোনা কয়েকদিন । এর মধ্যেই শ্রাবন্তী নতুন করে প্রেমে পরেন । তবে কার সাথে ?
Actress Srabanti and Monti |
শ্রাবন্তীর নুতন প্রেম হল রোশন সিং ওরফে মন্টি । মন্টি পাঞ্জাবি, পেশায় বিমান সংস্থার কেবিন ক্রু । থাকেন কলকাতাতেই । শ্রাবন্তী ও মন্টি কে এক সাথে দেখাও গিয়েছে । শ্রাবন্তী ছেলের সাথে ভালোই সম্পর্ক এই মন্টির সাথে । মন্টি এবং শ্রাবন্তীর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কথা কানাঘুষো শোনা যাচ্ছে । এই মন্টির সাথেই শ্রাবন্তী আবার একটা নতুন জীবন শুরু করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ।
No comments