হরনাথ চক্রবর্তীর 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড' আসছে ...থাকছে সোহম, শ্রাবন্তী, বনি সহ অনেকে
পরিচালক হরনাথ চক্রবর্তী শুরু করলেন তার নতুন ছবির কাজ। ছবির নাম 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড'। পরিচালক জানিয়েছেন, এটি একটি হরর-কমেডি ছবি এবং ছবির গল্প মৌলিক।
তিন ভবঘুরে বেকার বন্ধুকে নিয়ে এই ছবি। ঘটনাচক্রে একদিন তাদের হাতে আছে এক যন্ত্র। শীঘ্রই তারা আবিস্কার করে যে, সেটি কোন সাধারন যন্ত্র নয়। যন্ত্রটি আসলে রহস্যময় এক ভূত যন্ত্র। যার মধ্যে লুকিয়ে রয়েছে ভূত। ছবিতে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, গৌরব চক্রবর্তী এবং বনি সেনগুপ্ত-কে। উল্লেখ্য, সোহম ও গৌরব পরিচালক হরনাথ চক্রবর্তীর সাথে আগে কাজ করলেও বনির এটি প্রথম কাজ হতে চলেছে। টলিপাড়ার দুই মিষ্টি সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও ঋত্বিকা সেন থাকছেন এই ছবিতে।
তবে ছবিতে ভূত আসলে কে? তা নিয়ে পরিচালক থেকে ছবির অভিনেতা অভিনেতা-অভিনেত্রী সকলেই মুখে কুলুপ এঁটেছেন।
Rittika Sen and Gaurav Chakraborty |
ইতিমধ্যেই শান্তিনিকেতনে 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড' ছবির শুটিং শুরু হয়ে গেছে। ২০১৯ এর প্রথম দিকে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
No comments