Breaking News

বাবার পরিচালিত ছবিতে 'হিরো' অভিনেতা বনি

Bonny & Koushani 
     এই প্রথমবারের জন্য বনি সেনগুপ্ত তার বাবা অনুপ সেনগুপ্তের পরিচালনায় অভিনয় করতে চলেছেন। বনি এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করেছেন। অবশেষে সেই দিনটি আসায় তিনি বেশ খুশি । 
অনুপ সেনগুপ্ত এর আগে আমাদের অনেকে সুন্দর সিনেমা উপহার দিয়েছেন । 
এই সিনেমার নাম হল 'জান বাজ'। এতে বনির সাথে অভিনয় করছেন অভিনেত্রী কৌশানি। 

এখন টলিউডে অন্যতম হিট জুটি হল বনি - কৌশানি । 
ছবির গল্প সম্পর্কে  জানা যায় যে, বনি একজন কয়লা মাফিয়া। সে কলকাতায় আসে। তারপর কৌশানি সাথে দেখা হয় এবং দুজনে প্রেমে পরে। তারপর বনি জানতে পারে কৌশানি একজন পুলিশ অফিশার । এরপরেই গল্পের নতুন মোর নেয়।
আজ থেকেই শুটিং শুরু হচ্ছে ।

 টিম ফিল্মি নেটওয়ার্ক এর তরফ থেকে অনেক শুভেছা রইল ।

No comments