Breaking News

সাবধান ! বাংলায় আসছে ভূত

বাংলায় জমজমাট ভূতের সিনেমার সংখ্যা প্রথম থেকেই কম। সেই শূন্যস্থান এবার পূরণ করতে আসছে মৈনাক ভৌমিকের লেখা 'ভূত চতুর্দশী'। তবে সিনেমার চিত্রনাট্যের মৈনাকের হলেও 'ভূত চতুর্দশী' পরিচালনা করবেন তার সহকারি সাব্বির মালিক । চার বন্ধু মিলে ভূত চতুর্দশীর উপর ডকুমেন্টারি বানানো শুরু করেন। তারপর তাদের ঘিরে ঘটতে থাকে নানা ভৌতিক ঘটনা। এভাবেই এগোয় গল্প । টলিপাড়ার এক ঝাঁক নতুন প্রজন্মের অভিনেতাকে দেখা যাবে এই সিনেমাতে। তাদের মধ্যে রয়েছেন এনা সাহা, আরিয়ান ভৌমিক, সৌমেন্দ্রদ্বীপ্সিতা মিত্র । ইতিমধ্যেই ছবির অনেকটা শুটিং হয়ে গেছে। নতুন ছবি 'ভূত চতুর্দশী' বাঙালি কে কতটা ভয় দেখাতে পারবে তা সময়ই বলবে।

No comments