অঙ্কুশ 'আই হেট ইউ' বললেন ঐন্দ্রিলাকে... তবে কি সম্পর্ক শেষ?
বাংলা টলিপাড়ার সকলেই জানেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলার প্রেমের কাহিনী। উভয়েই স্বীকারও করেছেন তাদের দীর্ঘ সাত বছরের সম্পর্কের কথা। আজ হঠাৎ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ ঐন্দ্রিলাকে বলেন, আই হেট ইউ। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অঙ্কুশ বলেছিলেন, 'এক বছরের মধ্যে বিয়ে করবেন তারা।' তবে কি তাদের দীর্ঘ ভালোবাসার সম্পর্কের ইতি ঘটলো? ব্রেকআপ হল অঙ্কুশ-ঐন্দ্রিলার?
না। ঘটনাটি যদিও সত্য, তবে এর মধ্যে কোন গসিপ নেই। রয়েছে শুধু মজা। তাই চিন্তার কোন কারণ নেই। আসলে দীর্ঘ বিরতির পর অঙ্কুশ কামব্যাক করছেন 'ভিলেন' সিনেমার মাধ্যমে। ১২ ই অক্টোবর মুক্তি পেতে চলা ওই সিনেমার প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিলেন অঙ্কুশ। চলছিল চুলের পরিচর্যা।
আর ঐন্দ্রিলা তার একটি ছোট্ট ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির শিরোনামে লেখা, ''ভিলেন তার মাথার খুব কম পরিমাণ চুল সামলাতে ব্যস্ত" এবং অঙ্কুশকে ট্যাগ করেন। আর এর উত্তরেই অঙ্কুশ মজা করে লেখেন, "আই হেট ইউউ।"
#Villain busy in tackling with his less amount of hair left in his head @AnkushLoveUAll 👶🏻🤣 pic.twitter.com/TCbP1ev7Fp— Oindrila Sen (@Love_Oindrila) September 18, 2018
আর ঐন্দ্রিলা তার একটি ছোট্ট ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির শিরোনামে লেখা, ''ভিলেন তার মাথার খুব কম পরিমাণ চুল সামলাতে ব্যস্ত" এবং অঙ্কুশকে ট্যাগ করেন। আর এর উত্তরেই অঙ্কুশ মজা করে লেখেন, "আই হেট ইউউ।"
I HATE UU https://t.co/9UE8puGCPq— ANKUSH #Villain (@AnkushLoveUAll) September 18, 2018
No comments