দেখুন শাকিবের ছবি নাকাব-এর প্রথম গান 'তোর হাঁটা চলা' ... গাইলেন আরমান মালিক
রাজীব বিশ্বাস পরিচালিত নাকাব ছবির প্রথম গান তোর হাঁটাচলা সম্প্রতি মুক্তি পেল। রোমান্টিক এ গানটিতে কন্ঠ দিয়েছেন প্রশমিতা পাল এবং বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। শাকিব খান ও নুসরাত জাহান, আর সাথে দুরন্ত লোকেশেন গানটির রোমান্টিকতাকে আরো বাড়িয়ে তুলেছে। প্রসেন এই গানটির গীত রচনা করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন। সুন্দর এই গানটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
দেখুন ‘তোর হাঁটা চলা’ গানটির ভিডি :
Post Comment
No comments