Breaking News

তিন ভিন্ন কন্ঠে শুনুন 'পিয়া রে' ছবির টাইটেল ট্র্যাক

     মুক্তি পেয়েছে পিয়া রে ছবির টাইটেল ট্র্যাক। অভিমান্যু মুখার্জির পরিচালনায় ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোহম শ্রাবন্তী-কে। পিয়ারে গানটি গেয়েছেন সোনু নিগম । তবে চমক থাকছে অন্য জায়গায়। ছবির সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এই গানটির আরও দুটি সংস্করণ বার করেছেন; যাতে কণ্ঠ দিয়েছেন আশীষ কৌর এবং মোহন কান্নান । দর্শকরা ইতিমধ্যেই গানটি খুব ভীষণ পছন্দ করেছেন।

 সোনু নিগম-এর কণ্ঠে ঃ
  

মোহন কান্নান-এর কণ্ঠে ঃ 






আশীষ কৌর-এর কণ্ঠে ঃ 



No comments