উঠলো পর্দা... প্রকাশ্যে এলো 'নাকাব' ছবির পোস্টার
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশ্যে এলো 'নাকাব ' সিনেমার পোস্টার। ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সাথে টলিউডের জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জি -কে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। ছবির প্রথম পোস্টারে এই তিনজনকেই দেখা যাচ্ছে। গোলাপি টি-শার্টের উপর হালকা সবুজ শার্ট, দারুণ হেয়ার স্টাইল আর হাতে ব্রেসলেট -- শাকিব খানের সুদর্শনাতাকে বাড়িয়েছে। অন্যদিকে গোলাপি শর্ট গাউনের সায়ন্তিকা ও নীল-সাদা মিশেলের পোশাকে নুসরাতকে ভীষনই গ্ল্যামারাস লাগছে। সবকিছু মিলিয়ে 'নাকাব '-এর প্রথম পোস্টার দারুণ।
'নাকাব ' ছবির চিত্রনাট্য লিখেছেন এন কে সলিল । প্রসেন এ ছবির গীত রচনা করেছেন। প্রেমেন্দ্র বিকাশ চাকী এবং গোপী ভগত রয়েছেন ছবির চিত্রগ্রহণের দায়িত্বে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এবং রাজীব বিশ্বাস পরিচালিত ছবি 'নাকাব' আগস্ট মাসে মুক্তি পাবে।
No comments