‘ফ্ল্যাট নং ৬০৯’ -এর মিউজিক লঞ্চ হয়ে গেল...রইল ছবি
আবির-তনুশ্রী অভিনীত ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’ মুক্তি পেতে চলেছে ৩১শে আগস্ট। ছবির পরিচালক 'অন্তর্লীন' সিনেমা খ্যাত অরিন্দম ভট্টাচার্য। আজ কলকাতার এক নামি রেস্টুরেন্টে হয়ে গেল এই সিনেমার মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য-সহ আবির চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পূজারিণী ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। ছিলেন অনুপম রায়, ইমন চক্রবর্তী, উজ্জয়িনী মুখার্জি, তিমির বিশ্বাস, রাতুল শংকর সহ অনেকে। দেখুন তারই কিছু ঝলক —
০১/১০ |
০২/১০ |
০৩/১০ |
০৪/১০ |
০৫/১০ |
০৬/১০ |
০৭/১০ |
০৮/১০ |
০৯/১০ |
১০/১০ |
No comments