Breaking News

লড়াই শেষ... অকালেই চির নিদ্রায় অভিনেত্রী সুচেতা চক্রবর্তী।

     ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুচেতা চক্রবর্তী। টলিপাড়ায় অত্যন্ত হাসিখুশি এবং মিশুকে হিসেবে সুনাম ছিল তার। অভিনেত্রী হিসেবেও ছিলেন তিনি যথেষ্ট সফল। 'বেনেবউ', 'জড়োয়ার ঝুমকো'-র মত ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তাকে বড়পর্দায় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি নৃত্যতেও সমান দক্ষ ছিলেন এই অভিনেত্রী। 


অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। এমন মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে ১৫ই আগস্ট বুধবার রাত্রে অকাল মৃত্যু ঘটে এই জনপ্রিয় অভিনেত্রীর। তার প্রয়াণে শোকোস্তব্ধ টলিপাড়া।

No comments