নেতাজি'র অন্তর্ধান রহস্য উন্মোচনে সৃজীত সঙ্গে প্রসেনজিৎ
স্বাধীনতা সংগ্রামের অন্যতম নাম হল নেতাজি সুভাষ চন্দ্র বোস । তিনি বিমানে উঠার পর হঠাৎ নিরুদেশ হয়ে যান । কেউ কেউ মনে করেন বিমান দূরঘটনায় মারা যান আবার কেউ মানেন তিনি নিজ ইচ্ছায় নিরুদেশ হয়ে যান ।
আবার হঠাৎ করে এক গুমনামী বাবার সন্ধান পাওয়া যায় সবাই মনে করেন এই গুমনামী বাবা নেতাজি । নেতাজির সাথে এই গুমনামী বাবার সম্পর্ক কী ! এবার এই রহস্যের উন্মোচন ঘটাবেন সৃজীত মুখ্যার্জি ।
এই কাহীনি নিয়ে সৃজীত মুখ্যার্জি আনতে চলেছেন তাঁর পরবর্তী ছবি "গুমনামী বাবা" ।
এবার নেতাজির নিরুদেশ রহস্য সমাধান হবে ।
সম্ভাবত নেতাজি'র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের প্রসেনজিৎ কে । সৃজীতের সাথে ইয়েতি অভিযানের পর এক সাথে আবার কাজ করবেন । এস ভি এফ ব্যানারে আসতে চলেছে "গুমনামী বাবা"।
No comments