দেখুন 'তুই শুধু আমার' ছবির টাইটেল ট্র্যাক
সোহম-মাহিয়া-ওম-এর ত্রিকোণ প্রেমের ছবি 'তুই শুধু আমার' এর টাইটেল ট্র্যাক সদ্য মুক্তি পেয়েছে। প্রেমে তো সবাই পরে এবং প্রেমে পড়লে প্রেমিকার প্রতি প্রেমিকের যত্ন, আগলে রাখার চিন্তা, হারিয়ে ফেলার ভয়ের মত বিভিন্ন অনুভূতি ও চিন্তা হয়। এই সবই বর্ণিত হয়েছে গানটিতে। প্রথমবার সোহম চক্রবর্তী ও মাহিয়া মাহি জুটির দুরন্ত রোমান্স দেখতে পাবেন গানটিতে। 'তুই শুধু আমার' গানটি গেয়েছেন সামায়ন সরকার। গানটির গীতিকার ও সুরকার দোলন মৈনাক।
গানের ভিডিও দেখে নিন :
No comments