Breaking News

বোল্ড রূপে বাথটাবে উষ্ণতা বাড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তনী



     উষ্ণ রূপে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনীসায়ন্তনী গুহ ঠাকুরতা  বাংলা ছোট পর্দার এক অত্যন্ত পরিচিত নাম। কিরণমালা, সাত ভাই চম্পা, জামাইরাজা, জয় কালী কলকাতাওয়ালী -র মত জনপ্রিয় সিরিয়াল গুলিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে শুধু সিরিয়াল নয়, সায়ন্তনী গুহ ঠাকুরতা  দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সমান্তরাল, উমা সিনেমায় এবং সকলের নজর কেড়েছেন। 

     সম্প্রতি এক জনপ্রিয় দৈনিকের ফটোশুটে অন্য রূপেই দেখা গেল অভিনেত্রী সায়ন্তনীকে। ধরা দিলেন 'বোল্ড এন্ড বিউটিফুল ' অবতারে। বাথটাবে নেওয়া আবেদনময়ী সায়ন্তনীর ছবিগুলি উত্তাপ বাড়াচ্ছে নেটদুনিয়ার।





No comments