Breaking News

পুরুষ শাসিত সমাজে নারীদের বাঁচার লড়াই দেখাবে 'উড়নচণ্ডী' ...দেখুন ট্রেলার


    আসছে বাংলার প্রথম রোড মুভি। ছবির নাম উড়নচণ্ডী। ছবিটির পরিচালনায় অভিষেক সাহা । এটিই তার প্রথম ছবি। তবে শুধু পরিচালকই নন, উড়নচণ্ডী -তে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল এর পুত্র অমর্ত্য এবং ইন্দ্রানী দত্তের কন্যা রাজনন্দিনী । ছবিতে চিত্রা সেন , সুদীপ্তা চক্রবর্তী -র সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে দেখা যাবে তাদের উভয়কে।

     তিন প্রজন্মের তিনজন নারীর মাধ্যমে সমাজে মেয়েদের লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ছবিতে। মেয়ে হয়ে জন্মালে কতটা অত্যাচার সারা জীবন সহ্য করতে হয় এবং তারপর অত্যাচারিত হতে হতে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্পই বলেছেন পরিচালক। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে।




     ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন ও প্রোডাকশনস্  প্রযোজনা করছে‌। ছবি প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, "স্ক্রিপটা যখন আমি প্রথম শুনি তখনই আমার বিষয়টা ভালো লাগে এবং আমি নিজে প্রযোজনা করবো ঠিক করি।" ছবিটির বেশিরভাগ অংশই পুরুলিয়ায় শুটিং হয়েছে। ছবিটির চিত্রগ্রহণ কাজ করেছেন সৌমিক  এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র । আগামী ৩রা আগস্ট প্রেক্ষাগৃহে উড়নচণ্ডী মুক্তি পেতে চলেছে।

No comments