দেখুন ক্রিসক্রস-এর ফার্স্ট লুক
পরিচালক বিরসা দাশগুপ্তের আসন্ন ছবির নাম ক্রিসক্রস। পাঁচজন নারীর পাঁচরকম জীবন কাহিনী নিয়ে এই ছবি। মাল্টিস্টারার এই ছবিতে অভিনয় করছেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, জয়া আহসান, প্রিয়াঙ্কা সরকার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক।
ক্রিসক্রস ছবিতে সিঙ্গেল মাদার রূপে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কাকে, যার চরিত্রের নাম সুজি। বোল্ড রূপে মিস সেনের ভূমিকা জয়া আহসান এবং সাংবাদিক ইরার ভূমিকায় থাকছেন মিমি। উঠতি অভিনেত্রী মেহেরের চরিত্রে নুসরাত এবং গৃহবধূ রুপার চরিত্রে সোহিনী সরকার থাকছেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ক্রিসক্রস ছবিটি আগস্ট মাসের ১০ তারিখ মুক্তি পাবে।
ক্রিসক্রস ছবিতে সিঙ্গেল মাদার রূপে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কাকে, যার চরিত্রের নাম সুজি। বোল্ড রূপে মিস সেনের ভূমিকা জয়া আহসান এবং সাংবাদিক ইরার ভূমিকায় থাকছেন মিমি। উঠতি অভিনেত্রী মেহেরের চরিত্রে নুসরাত এবং গৃহবধূ রুপার চরিত্রে সোহিনী সরকার থাকছেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ক্রিসক্রস ছবিটি আগস্ট মাসের ১০ তারিখ মুক্তি পাবে।
No comments