Breaking News

প্রকাশিত হল দেব'র নতুন ছবি' হইচই আনলিমিটেড'র ফার্স্ট লুক পোস্টার!

    অভিনেতা দেব ফিরছেন তার পুরনো রূপে। এই দুর্গাপূজায় দেব আসছেন মেনস্ট্রিম কমার্শিয়াল কমেডি ছবি  নিয়ে। প্রকাশিত হল 'হইচই আনলিমিটেড' ছবির ফার্স্ট লুক পোস্টার


অভিনেতা দেব ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশানি, পুজা ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জী, অলিভিয়া সরকার, সায়ন্তনী  গুহঠাকুর প্রমুখ। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালিত এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত ছবি 'হইচই আনলিমিটেড' ১২ অক্টোবর ২০১৮ তে মুক্তি পাবে।



  

No comments