কেমন হলো রাজ-শুভশ্রী'র গায়ে-হলুদ দেখুন
আজ রাজ-শুভশ্রী'র গায়ে হলুদ হয়ে গেল । কাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডে রোমান্টিক জুটি রাজ-শুভশ্রী ।
গত মার্চ মাসে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ-শুভশ্রী তাঁদের আংটি বদল সেরে ফেলেছিলেন ।
এবার বিয়ের পিঁড়িতে ১১ মে অর্থাত কাল তাদের চার হাত এক হবে । আগামী ১৮ মে গ্রান্ড রিশেপসন থাকবে শুভশ্রীর নিজের বাড়ি বর্ধমানে ।
No comments