Breaking News

রুক্মিণী-ই দেবের নায়িকা... 'হইচই আনলিমিটেড'-এ থাকছেন না মিমি!

 
সত্যিই কি দেবের পরের ছবি 'হইচই আনলিমিটেড'-এ  মিমি থাকছেন না? 

    হঠাৎই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে দেবের পরবর্তী ছবি 'হইচই আনলিমিটেড' নিয়ে। দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত এবং অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালিত মাল্টিস্টারার এই কমেডি ছবিটিতে ধনী শিল্পপতির মেয়ে চরিত্রের মিমির অভিনয়ের কথা ছিল এবং তার বিপরীতে, তার স্বামীর চরিত্রে ছিলেন দেব। যিনি এক ঘরজামাই। ৪ঠা মে থেকে কলকাতায় ছবির শুটিং শুরু হওয়ার কথা। প্রস্তুত ছবির কস্টিউম। কিন্তু জল্পনা শোনা যাচ্ছে, কোন এক অজ্ঞাত কারনে 'হইচই আনলিমিটেড'-এ মিমির জাগায় নাকি রুক্মিণীকে কাস্ট করা হচ্ছে। ছবিতে থাকছেন না মিমি। যদিও প্রিয়াঙ্কা সরকার, পূজা ব্যানার্জি, শাশ্বত চট্টোপাধ্যায় সহ বাকিরা সবাই থাকছেন এই ছবিতে।


   এই ব্যাপারে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, এই সিদ্ধান্তের ব্যাপারে এখনো তিনি কিছুই জানেন না। অভিনেত্রী মিমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।  

No comments