Breaking News

"শিবপ্রসাদ-নন্দিতা মানেই একটু অন্য রকম সিনেমা"

হামি খেতে বলো কার না ভালোলাগে আর ছোট্টো বাচ্ছাদের থেকে একটা হামি পেলে মনের সব দুঃখ্য একেবারেই কোথায় উপে যায় । নন্দিতাশিবপ্রসাদ এই শিশু দিবসের দিন ঘোষনা করলেন তাঁর নতুন ছবি " হামি "।
First Look

 এর আগে প্রাক্তন ও পোস্ত ছবি দর্শকের মনে একটা জায়গা করে নিয়েছিলো । এই হামি ছবিতে মুখ্য চরিত্র দেখা মিলবে তিন খুদের ব্রত, তিয়াশাঅভিরাজ । শিবপ্রসাদ বলেছেন " ব্রত,তিয়াশা ও অভিরাজ দের এই বয়স টা হল উপযুক্ত সময় এই ছবি টা করার জন্য,এর পরে হামির জন্য আর ঠিক হত না তারা " । এছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে  তনুশ্রী শংকর, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, দেবলীনা কুমার, গার্গী রায়চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য-দের ।
Team HAAMI

 এই ডিসেম্বর থেকেই ছবির সুটিং শুরু হবার কথা শোনা যাচ্ছে । ইতিমধ্যেই ছবির ওয়াকশপের কাজ শুরু হয়ে গেছে ।

পরের বছর মানে ২০১৮ সালে গ্রীষ্মের ছুটিতে এই সিনেমা-টি আসতে চলেছে বড়ো পর্দায় ।  

No comments