Breaking News

লড়াইয়ের পর পরম ফিরছে 'সোনার পাহাড়' নিয়ে

'লড়াই'য়ের পর আবার পরিচালনায় ফিরছেন পরম চট্টোপাধ্যায়। গ্রিনটাচ এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির নাম হল 'সোনার পাহাড়'। বহুদিন পর অভিনেত্রী তনুজা মুখার্জিকে দেখা যাবে এই ছবিতে।ছবির গল্প প্রসঙ্গে পরিচালক অর্থাৎ পরম বলেছেন, ''এটি একটি অসমবয়সী বন্ধুত্বের গল্প।'' অভিনেতা যীশু সেনগুপ্তকে এই ছবির একটি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অভিনেত্রী অরুণিমা ঘোষও থাকছেন এই ছবিতে। তাকে এই ছবিতে যিশুর স্ত্রী চরিত্রে দেখা যাবে। পরম নিজেও এই ছবির একটি ছোট চরিত্রে অভিনয় করবেন।


নীল দত্ত ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভর। ইতিমধ্যে ভবানীপুর সহ কলকাতার বিভিন্ন প্রান্তের 'সোনার পাহাড়' এর শুটিং চলছে এবং সিকিম ও দার্জিলিঙে ছবির শুটিং হবে কিছুটা।


আগামী বছর মুক্তি পেতে চলা পরমের 'সোনার পাহাড়' কে ঘিরে দর্শকদের মনে যে উন্মাদনার সৃষ্টি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। 

No comments