Breaking News

যীশু-কোয়েল ফিরছে মৈনাকের 'ঘরে এন্ড বাইরে' নিয়ে

আবারও দেখা যাবে যীশু-কোয়েল জুটিকে। পরিচালক মৈনাক ভৌমিক 'Love'(লাভ) জুটিকে ফিরিয়ে নিয়ে আসছেন তার ছবি 'ঘরে এন্ড বাইরে' -র মাধ্যমে। যিশু সেনগুপ্ত প্রসঙ্গে পরিচালক মৈনাক বলেছেন যে, ''১১ বছর আগে 'আমরা' ছবিতে যিশুর সঙ্গে কাজ করেছিলেন। আবারো যিশুর সঙ্গে কাজ করতে চাইছিলেন। যা অবশেষে হতে চলেছে।'' কিন্তু তার ছবিতে কোয়েল? এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'কোয়েলের সঙ্গে ছবি তিনি আগেই করতে চেয়েছিলেন। কিন্তু উপযুক্ত চরিত্র পাচ্ছিলেন না এবং 'ঘরে এন্ড বাইরে' -র লাবণ্যের চরিত্রটির জন্য কোয়েল একদম ঠিকঠাক মনে হল ; তাই কোয়েল। তিনি আরো বলেন, ''যীশু-কোয়েলের মধ্যে দারুন একটা রসায়ন রয়েছে ,যা তিনি তাদের 'বর আসবে এখুনি' ছবিতে লক্ষ্য করেছেন। আর এই রসায়ন কে দেখতে পাওয়া যাবে 'ঘরে এন্ড বাইরে' ছবিতে।''
ছবির গল্প নিয়ে তেমন কিছু জানা না গেলে, এটি জানা গেছে যে ছবিটিতে থ্রিলার এবং প্রেমের মিশ্রণ থাকবে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে যীশু এবং কোয়েলের সাথে বিশ্বনাথ বসু, অপরাজিতা আ‌ঢ্যসহ প্রমুখকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটির সংগীত পরিচালনা করছেন অনুপম রায়। কলকাতায় ছবির শুটিং আজ থেকে শুরু হচ্ছে এবং কিছুটা অংশ মুম্বাইয়ে শুটিং হবে বলে জানা গেছে। 

No comments