"অভিনেত্রীদের মধ্যে যুদ্ধ নয়, সুস্থ প্রতিযোগিতা সাথে বন্ধুত্ব হতে পারে...! "
যেই টলিউড মিমি শুভশ্রীর দ্বন্দ্বে উত্তাল, সেখানেই দেখা গেল ভালোবাসা চিত্র। অভিনেত্রী মিমি- শুভশ্রী বাকযুদ্ধের কথা কারোরই অজানা নয়। যে মাইক্রো ব্লগিং সাইট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, সেখানেই বন্ধুত্বের ছবি তুলে ধরলেন বাংলা টলিপাড়ার প্রথম সারির অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং পায়েল সরকার। সুরিন্দার ফিল্মস প্রযোজিত রবি কিনাগি পরিচালিত মাল্টিস্টারার ছবি '' জিও পাগলা '' - তে একসাথে দেখা যাবে শ্রাবন্তী ও পায়েলকে। সিনেমাটির শুটিং এখনো চলছে। দুষ্ট-মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী তার নিজের একটি ছবি টুইটারে প্রকাশ করেন ; যা দেখে সহ-অভিনেত্রী পায়েল সরকার মন্তব্য করেন, '' উফ কি লাগছে!!!!!
'' তাদের কথোপকথন এখানেই শেষ হয়নি। এরপর পায়েলের একটি সুন্দর ছবি প্রকাশ করেন অভিনেত্রী শ্রাবন্তী এবং তাকে '' বেবি ডল '' বলে সম্বোধন করেন। সত্যই পায়েল কে ওই ছবিটিতে সুন্দর ডল এর মতোই লাগছে।
No comments