Breaking News

"ককপিটের সাথে উড়ে যান মাঝ আকাশে"


"ককপিটের'' সাথে উড়ে যান মাঝ আকাশে দিয়ে দেখুন আসলে কী হয়েছিলো মুম্বাই থেকে কলকাতা আসা এই ককপিটের।
 পরিচালাক কমোলেশ্বরের ককপিট আজ মুক্তি পাচ্ছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব, রুক্মিনি ও কোয়েল। এ ছাড়া ও থাকছেন প্রিয়াঙ্কা ও রোশন। ঘটনটা হল মুম্বাই থেকে কলকাতায় যাত্রী নিয়ে আসা একটা প্লেনের। সমস্ত ঘটনটা এই প্লেনে। ককপিট দেবের নিজস্ব প্রোডাকশনের দ্বিতীয় ছবি। প্রথম সিনেমা ছিল রাজ চক্রবতী'র পরিচালনায় "চ্যাম্প"।

 রুক্মিনি প্রথম চ্যাম্পে মুখ্য ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। এবার ককপিটের অভিনয়টা দর্শকদের কতটা পছন্দ হয় তা সময় ই বলবে। আর অপেক্ষা না করে যান দেখে আসুন "ককপিট" আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। Hall List  

No comments