Breaking News

বিসর্জনেই 'উমা' - র আগমনের বার্তা

 দশমীতে দেবীর বিসর্জনের দিনই পরিচালক সৃজিত মুখার্জি তার পরবর্তী ছবির প্রথম পোস্টার প্রকাশিত করে সিনেমা প্রেমী সকল দর্শককে 'উমা'- র আগমনে বার্তা দিলেন। যদিও ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই' উমা' মুক্তি পাবে পরের বছর অর্থাৎ ২০১৮ সালে।

 তবুও এই সিনেমাটিকে নিয়ে সকলের উৎসাহ এখন থেকেই তুঙ্গে। আর এই উৎসাহে মূল কেন্দ্রবিন্দু অভিনেতা যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত। দুষ্টু-মিষ্টি ছোট্ট সারা তার বাবার সাথে এই সিনেমাটির মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন। ইতিমধ্যেই সারার প্রশংসায় পঞ্চমুখ সমগ্র টলিউড।  

পরিচালক সৃজিত মুখার্জি থেকে শুরু করে শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকা - কে নেই সেই দলে! স্বাভাবিকভাবেই সারার মা-বাবা অর্থাৎ যিশু এবং নীলাঞ্জনা সেনগুপ্ত খুবই খুশি এবং সাথে সাথে খুবই উত্তেজিত এই সিনেমা কে নিয়ে। এই সিনেমাটিতে যীশু ছাড়াও আমরা শ্রাবন্তী, রুদ্রনীল, সায়ন্তিকা, ঋতাভরী, অনির্বাণ প্রমুখকে অভিনয় করতে দেখতে পাবো। সামগ্রিকভাবে বলা যায় সৃজিতের কাছ থেকে আমরা আবারও একটি দারুন সিনেমা পেতে চলেছি।

No comments