ঐতিহ্যের খোঁজে ''কর্জনের কলম'' - শৌভিক মিত্র
শৌভিক মিত্র হাজির তার নতুন ছবি নিয়ে 'কর্জনের কলম' ।
নামটা শুনেই কি লর্ড কর্জনের কথা মনে পরে যাচ্ছে ?
হ্যাঁ,ঠিক-ই ভাবছেন ছবিতে রয়েছে লর্ড কর্জনের কলমের রহস্য ভেদ । ১৯০৫ সালে শ্যাম পুকুরের মিত্তি বাড়ির দুর্গ্গা পুজোতে লর্ড কর্জন এসেছিলেন । কর্জন সাহেব পাঁচুব্রত ও তাঁর পরিবারকে সোনার কলমটি উপহার দিয়ে যান । কিন্তুু পাঁচুব্রত তখন বিপ্লবিদের ঠেকাতে গিয়ে সারা জীবনেও মনে করতে পারলেন না কলমটি কোথায় রেখেছেন । তবে তিনি মরার আগে দুটি ধাঁ ধাঁ লিখেযান । ওই দুটি ধাঁ ধাঁ-র মধ্যে আছে সোনার কলমটি মিত্তির বাড়ির কোথায় আছে । ধাঁ ধাঁ-টি হল "১৮ পেয়ের কাছে ১৪ পেয়ে আছে" এই ধাঁ ধাঁ ধরেই খোঁজ চলছে সোনার কলমটি । আর একটি ধাঁ ধাঁ জানতে হলে সিনেমা-টি দেখতে হবে ।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সাহেব ও পৌলমী । এ ছাড়াও ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুমিত সমাদ্দারের মতো শিল্পীরাও ।
ছবিতে সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । ছবির ট্রেলারটি ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে ।
এ.ভি.এ ফ্লিম ও ডি.এস.কে প্রোডাকশনের 'কর্জনের কলম' এর রহস্য ভেদ হবে ৩রা নভেম্বর । কী ভাবে হল রহস্য ভেদ তা জানতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সপরিবারে সাথে ''কর্জনের কলম'' ।
হ্যাঁ,ঠিক-ই ভাবছেন ছবিতে রয়েছে লর্ড কর্জনের কলমের রহস্য ভেদ । ১৯০৫ সালে শ্যাম পুকুরের মিত্তি বাড়ির দুর্গ্গা পুজোতে লর্ড কর্জন এসেছিলেন । কর্জন সাহেব পাঁচুব্রত ও তাঁর পরিবারকে সোনার কলমটি উপহার দিয়ে যান । কিন্তুু পাঁচুব্রত তখন বিপ্লবিদের ঠেকাতে গিয়ে সারা জীবনেও মনে করতে পারলেন না কলমটি কোথায় রেখেছেন । তবে তিনি মরার আগে দুটি ধাঁ ধাঁ লিখেযান । ওই দুটি ধাঁ ধাঁ-র মধ্যে আছে সোনার কলমটি মিত্তির বাড়ির কোথায় আছে । ধাঁ ধাঁ-টি হল "১৮ পেয়ের কাছে ১৪ পেয়ে আছে" এই ধাঁ ধাঁ ধরেই খোঁজ চলছে সোনার কলমটি । আর একটি ধাঁ ধাঁ জানতে হলে সিনেমা-টি দেখতে হবে ।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সাহেব ও পৌলমী । এ ছাড়াও ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুমিত সমাদ্দারের মতো শিল্পীরাও ।
ছবিতে সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । ছবির ট্রেলারটি ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে ।
এ.ভি.এ ফ্লিম ও ডি.এস.কে প্রোডাকশনের 'কর্জনের কলম' এর রহস্য ভেদ হবে ৩রা নভেম্বর । কী ভাবে হল রহস্য ভেদ তা জানতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সপরিবারে সাথে ''কর্জনের কলম'' ।