"এই নিন্মচাপে কী করবেন ভাবছেন!" উপদেশ দিচ্ছে
ফিল্মি নেটওয়ার্ক আপনার কাছের প্রেক্ষাগৃহে যান দেখুন
জিও পাগলা। মন ভালো হবেই।
|
Jio Pagla |
বাজারে এসেছে হাসির এটম্ বোমা।হাসতে হাসতে আাপনার পেট ব্যাথা হবেই।
দমফাটানো হাসি নিয়ে হাজির
রবি কিনাগীর '
জিও পাগলা'।কালই এই ছবির শুভ মুক্তি হয়েছে। এই ছবিতে সব থেকে মজাদার দুটো চরিত্র
বনি ও
সোহম।এর মধ্যেই গোরবিনি মা বেশমজার গানটি সকলের মন জয় করেছে।
|
Soham & Bonny |
তাছারাও রয়েছে
যীশু ও
হিরন। অন্যদিকে
শ্রাবন্তি,
পায়েল,
কৌশানি,
রিত্তিকা চরিত্র ও দারুন মজার।
অবশ্যই হলে গিয়ে দেখতে হবে
জিও পাগলা।একা দেখবেন না সপরিবারে গিয়ে দেখুন।
Jio Pagla Hall List
No comments