Breaking News

সারা জীবন বন্ধু হয়ে থাকার প্রতিজ্ঞা গৌরবের

অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ চুটিয়ে শপিং করছেন এখনও কারন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। দীর্ঘদিনের বন্ধুত্বকে দিতে চলেছেন তারা এক নতুন পরিচয়। আগামী মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
     
      জীবনে সম্পর্কের ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। তারই মাঝে নতুন এক বন্ধন অর্থাৎ সাত পাকে বাঁধা পড়তে চলা এই তরুণ দুষ্টু-মিষ্টি যুগল বন্ধুত্ব -কে সাথে নিয়ে বাকি জীবন এক সাথে কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই গৌরব তার প্রিয় বন্ধু তথা হবু স্ত্রী ঋদ্ধিমা-কে প্রতিজ্ঞা করলেন, '' সারাজীবন বন্ধু হয়েই থাকবো। '' গৌরব-ঋদ্ধিমার বন্ধুত্ব যাতে অটুট থাকে আমরা সেই কামনাই করি।