"দীর্ঘ ৫ বছর পর জুটিতে আবির ও পাওলি"
Pic:-Twitter |
হ্যাঁ ঠিক শুনেছেন দীর্ঘ ৫ বছর পর আবার জুটিতে আবির ও পাওলি। এই জুটির শেষ সিনেমা ছিল "বেডরুম" । পরিচালক মনোজ মিশিগানের পরবর্তী ছবি "তৃতীয় অধ্যায়" -য়ে আবির ও পাওলি কে একসাথে দেখতে পাবেন দর্শকদরা।
এটি একটি রোমান্টিক থ্রিলার ছবি। গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আবির । গল্পে আবির তার বাবাকে খুঁজে চলেছে। অন্য দিকে পাওলি এই গল্পে আবিরের প্রাক্তন প্রেমিকা।
দেখা যাক এই জুটি দর্শকদের কতটা মনে জায়গা করে নিতে পারে।
No comments