Breaking News

করোনায় আক্রান্ত টলি কুইন কোয়েল - Filmy Network



এবার করোনার হানা দিল সরাসরি টলিউডে। আক্রান্ত হলেন খোদ টলি কুইন তথা অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ আর শুধু কোয়েলই নন, আক্রান্ত হয়েছেন মল্লিক পরিবারের বাকি সদস্যরাও। করোনা পজিটিভ অভিনেত্রী কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকও৷ কোয়েলের প্রযোজক স্বামী নিসপাল সিং রানে করোনায় আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এখবর নিজেই শেয়ার করেন কোয়েল মল্লিক। আরও জানিয়েছেন যে, আপাতত সকলে 'সেলফ কোয়ারেন্টাইন'-এ আছেন ৷



প্রসঙ্গত উল্লেখ্য যে, সদ্য মা হয়েছেন কোয়েল ৷ নিজের সন্তানকে নিয়ে তিনি বাপের বাড়িতেই ছিলেন বলে খবর ৷ 
অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বভাবতই উদ্বিগ্ন টলি পাড়া ৷ কারন টলিউডে এই প্রথম কোনও হাই প্রোফাইল পরিবারে করোনা থাবা বসাল। এরফলে চাঞ্চল্য ছড়িয়েছে কোয়েলের ভক্তদের মধ্যেও। সকলে বিশেষত কোয়েলের শিশুসন্তানের কথা ভেবেই বেশি উদ্বিগ্ন। 
অভিনেত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাই করছেন অভিনেতা জিৎ, আবীর, জয়া আহসান সহ কোয়েলের অনুগামীরা।





No comments