‘কম্যান্ডো’ রূপে বাংলাদেশে পা সুপারস্টার দেবের | FILMY NETWORK
গতবছর বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারে গিয়ে অভিনেতা দেব একটি সুসংবাদ দিয়েছিলেন তাঁর অনুরাগীদের। বলেছিলেন, ‘আমি বাংলাদেশের ছবিতে অভিনয় করব। এবারই প্রথম বাংলাদেশের ছবিতে অভিনয় করব।'
অবশেষে প্রকাশ্যে এল সুপারস্টার দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবির নাম এবং অফিশিয়াল পোস্টার। ছবির নাম ‘কম্যান্ডো’। পরিচালনায় রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক শামীম আহমেদ।
মূলত সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের একটি বাহিনীর অভিযানের গল্প নিয়ে ছবিটি তৈরী হচ্ছে। এতে দেবকে অ্যাকশন অবতারে দেখা যাবে। ‘কমান্ডো’ ছবির পোস্টারেও দেব-এর দেখা মিলেছে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নায়িকা হচ্ছেন ২০১৭ সালের 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতার প্রথম রানারআপ জাহারা মিতু।
![]() |
Poster : Commando |
বুধবার থেকে কলকাতাতে শুরু হয়েছে ‘কমান্ডো’ ছবির শ্যুটিং। ঢাকাসহ বাংলাদেশের নানা জায়গা এবং থাইল্যান্ডে শুটিং হওয়ার কথা ছবিটির। সব ঠিক থাকলে আসন্ন ঈদে ‘কমান্ডো’ ছবিটি মুক্তি পাবে।
বাংলাদেশে দেবের অগণিত ভক্ত রয়েছে। সুপারস্টার দেব এবার বাংলাদেশীদের নিজেদের ফিল্ম সিটিতেই অভিনয় করবেন। বাংলাদেশের দর্শকদের কাছেও এটি বড় পাওনা। ফলে বাংলাদেশের ভক্তরা ‘কমান্ডো’ ছবি নিয়ে বেজায় উৎসাহিত।
No comments