Breaking News

কি সেই গোপন কম্মো যা ব্রহ্মা জানেন - Filmy Network


Brahma Janen Gopon Kommoti


এইবার মা দুর্গা আসছেন একটু অন্য ভাবেই । দেখা গেল নতুন যুগের দুর্গাকে । দুর্গা হয়েছেন ঋতাভরী চক্রবর্তী । যার দশ হাত আছে, কিন্তু হাতে রয়েছে বাঙালির নিত্য প্রয়োজনীয় দ্রব্য । হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি উইন্ডোজের প্রোডাকশন হাউস এর পরবর্তী ছবি  ব্রহ্মা জানেন গোপন কম্মোটি নিয়ে। যার ফার্স্ট লুক পোস্টার সম্প্রতি প্রকাশ্যে এসেছে।


এখনকার সময়ে দাঁড়িয়েও আমরা আমাদের সমাজ নারীদের সঠিক সম্মান দিতে পারেনি । সমস্ত জায়গায় তাদের ছোটো করেই থাকে । কিন্তু দেখা যাচ্ছে তারা সমাজে চলে আসা সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে শিখে নিয়েছে । এই ভাবনাটাই ছবিতে তুলে ধরতে চেয়েছেন নতুন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । ছবির কাহিনি লিখেছেন রানি এবং চিত্রনাট্য লিখেছেন সম্রাঞ্জী বন্দ্যোপাধ্যায় । খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে । পরের বছর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমাটি । 




No comments