অভিনেত্রী সায়ন্তিকার পর এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী, ব্যাপারটা কি?
সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার নিয়ে এলেন নিজের বহুদিনের স্বপ্নের প্রজেক্ট। তাঁর এই স্বপ্নের প্রজেক্টটি হল তাঁর নতুন ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত এর আগে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি নিজের একটি ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে তিনি তার নাচের ভিডিও পোস্ট করেন। এবার সেই পথেই পা বাড়ালেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। হতে চলেছেন ইউটিউবার।
জানা যাচ্ছে, টলিউড অভিনেত্রীর নতুন এই ইউটিউব চ্যানেলে প্রথম দেখা যাবে মিমি নিজের গলায় গাওয়া গানের অ্যালবাম। তবে এই প্রথম নয় এর আগে মিমির গলায় 'মন জানে না' ছবির জন্য 'কেন যে তোকে' গানটি শোনা গিয়েছিল । শুধু গান গাওয়া না সেই গানের ভিডিওতে তিনি থাকছেন বলে জানা গেছে।
আরও দেখুন : মিমির গাওয়া প্রথম গান 'কেন যে তোকে'
অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর ইউটিউব চ্যানেলের লিংকটি আজ প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং জানিয়েছেন রাত বারোটা নাগাদ অর্থাৎ মাঝরাতে চ্যানেলের প্রথম ভিডিও আসছে । মিমি তাঁর ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন 'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস'।
আরও দেখুন : মিমির গাওয়া প্রথম গান 'কেন যে তোকে'
অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর ইউটিউব চ্যানেলের লিংকটি আজ প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং জানিয়েছেন রাত বারোটা নাগাদ অর্থাৎ মাঝরাতে চ্যানেলের প্রথম ভিডিও আসছে । মিমি তাঁর ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন 'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস'।
https://t.co/Hz4Dg4ZGi2— Mimssi (@mimichakraborty) September 1, 2019
YouTube link today
Content tomorrow sharp 12 am..🙏🙏 pic.twitter.com/lO5N29UyPx
অভিনেত্রী মিমি জানিয়েছেন, দিনরাত পরিশ্রমের পর তবে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি।
অভিনেত্রী, গায়িকা, সাংসদ এরপর ইউটিউবার শব্দটি যোগ হতে চলেছে মিমি চক্রবর্তীর নামের সঙ্গে।
No comments