Breaking News

আবারও নতুন চমকে মুক্তি পেল ‘পাসওয়ার্ড’ সিনেমার দ্বিতীয় টিজারটি - Filmy Network


আবারও নতুন চমকে মুক্তি পেল ‘পাসওয়ার্ড’ সিনেমার দ্বিতীয় টিজারটি।

আবারও নতুন চমক একটু অন্যরকম ভাবে মুক্তি পেল ‘পাসওয়ার্ড’ সিনেমার দ্বিতীয় টিজারটি। আগেই মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘পাসওয়ার্ড' সিনেমার প্রথম টিজারটি। এই পুজোতে আসতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের প্রয়োজনায় ‘পাসওয়ার্ড' সিনেমাটি।

Dev in the 'Password' film
আগের টিজারেই ধারনা করতে পারা গেছে এই ছবিটি ডার্ক ওয়েব অর্থাত সাইবার ক্রাইম নিয়ে তৈরি। এখন আমাদের জীবনে আমরা টেকনোলজি ছাড়া এক মুহুর্ত চলতে পারি না। এই টেকনোলজির দ্বারা কিছু আসাধু লোক তাদের অসৎ কাজ করে । অবশ্য তাদেরকে আমরাই সাহায্য করি নিজের  অজান্তেই এবং আমাদের জীবনে ডেকে আনি নানা সমস্যা। তা আরও ভাল ভাবে দেখা যাছে দ্বিতীয় টিজারটিতে । এই সব ডার্ক ওয়েবের কাহিনী নিয়েই কমলেশ্বর মুখার্জীর ‘পাসওয়ার্ড’ সিনেমাটি তৈরি । 



মুখ্য ভুমিকায় দেখা যাবে দেব, রুক্মণী, পাওলি, পরমব্রত ও অদ্রিত কে । ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পাবে এবছর ২রা অক্টোবর। ছবিটি নিয়ে দর্শক মনে তৈরি হয়েছে কৌতূহল ।

আরও দেখুনঃ 
● সোহম চক্রবর্তী আবার জুটি বাঁধছেন অভিনেত্রী অরুণিমা ঘোষের সঙ্গে 
● অভিনেত্রী সায়ন্তিকার পথে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী



No comments