নবাগত পরিচালকের ছবিতে দেব | FILMY NETWORK
নিজের প্রযোজনা সংস্থার বাইরে গিয়ে অভিনেতা দেব আবারো কাজ করতে চলেছেন প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে। ছবির পরিচালক একদমই নবাগত। নাম অভিজিৎ সেন। বড় পর্দায় যদিও এটি তার প্রথম কাজ হতে চলেছে, তবে এরআগে ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ পরিচালনা করেছেন অভিজিৎ।
প্রসঙ্গত, সুপারস্টার দেব অভিনীত প্রযোজক অতনু রায়চৌধুরীর সংস্থা 'বেঙ্গল টকিজ' প্রযোজিত প্রথম ছবি ‘সাঁঝবাতি’ এখনও মুক্তি পায়নি। ‘সাঁঝবাতি’ ছবিতে পাওলি দাম এবং পরমব্রত চট্টোপাধ্যায় থাকলেও ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দেব। ঐ ছবির মতই অতনু রায়চৌধুরী প্রযোজিত দ্বিতীয় ছবিতেও মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা দেবই। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ছবিতে সেই অর্থে কোন নায়িকা নেই। চলতি বছর নভেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
No comments